মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

বাংলাময় Banglamoy




মনোজকুমার দ. গিরিশ৤
মণীশ পার্ক, কোলকাতা, ভারত


আরও দেখুন--বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে অক্টোবর, ২০১৪-তে প্রকাশিত





বাংলা ইউনিকোড ফন্ট ফ্রি ডাউনলোড করুন এখানে ক্লিক করে:--
অহনলিপি-বাংলা১৪ AhanLipi-Bangla14






সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet font setting)
Default Internet font setting ডিফল্ট ইন্টারনেট ফন্ট সেটিং








বাংলাময়  Banglamoy

মনোজকুমার দ. গিরিশ


        বাংলা ভারতের শ্রেষ্ঠ ভাষা, এবং সাহিত্যে ভারতের একমাত্র নোবেল পুরস্কার পাওয়া ভাষা, মাধুর্যে বিশ্বের এক নম্বর ভাষা৤ দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর(২২এপ্রিল, ২০১০)...is to be believed, Bengali has been voted the  sweetest language in the world  এমন এক বার্তা কিছুদিন আগে ছড়িয়েছিল নেটে৤ ...China, they have enormous respect for the language and for Tagore. A few years ago, I was asked to address a gathering in Bengali. It made me extremely proud. I hope the news is true, said author Dibyendu Palit.  

      বংলা ভারতের দ্বিতীয় জনগরিষ্ঠ ভাষা৤ জনগরিষ্ঠতায় বিশ্বে বাংলা চতুর্থ থেকে সপ্তমের মধ্যে অবস্থান করে৤ 

       বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা৤
     আফ্রিকার উত্তর পশ্চিমের দেশ সিয়েরা লিওনের(Sierra Leone) দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা৤ 



      বাংলাভাষার লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৤

রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির বিষয়ে উল্লেখ করে জে.ডি. এন্ডারসন, ডি.লিট, আই সি এস, বঙ্গীয় তথা ঢাকা সাহিত্য-পরিষদের সদস্য, কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষার অধ্যাপক ১৯২০-তে বলেছেন--'সামগ্রিক বাংলা সাহিত্যের সমৃদ্ধি ও মাধুর্যের বিচারে এ এক বিলম্বিত ... স্বীকৃতি৤... মানবিকতা, কারুণ্য ও সরসতাগুণে এ-সাহিত্যের গরিমার কথা মানতেই হয়, মানতে হয় এর লক্ষণীয় বৈচিত্র, নম্য রীতিকলা এবং গদ্য-পদ্য নির্বিশেষে প্রকাশশৈলীর বহুমুখী ঐশ্বর্য ...৤ পাশ্চাত্য সাহিত্যর অনুবাদ-বাহন হিসেবেও সমস্ত ভারতীয় ভাষার মধ্যে বাংলা ভাষার শ্রেষ্ঠতা অবশ্যস্বীকার্য৤' (উদ্ধৃতি দেওয়া হয়েছে ফরাসিভাষা-ভাষী অতুলনীয় বাংলা লেখক ফাদার দ্যতিয়েনের বাংলায় লিখিত 'ডায়েরির ছেঁড়াপাতা' থেকে৤পৃঃ-২৪) এখানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদের অপার মাধুর্য লক্ষ করুন৤ ফাদার দ্যতিয়েন বলেছেন, “বাংলা ভাষার ধ্বনিমাধুর্য, সংগীত আমায় আকৃষ্ট করেছে৤ বাংলা গদ্যের সুরের মূর্ছনা আমার কানে বাজে৤”



      খ্যাত জাপানি 'বাংলাভাষী' কাজুও আজুমা বলেছেন, "আমি পৃথিবীর কয়েকটি ভাষা শিখেছি৤ বাংলাভাষা সবচেয়ে সুন্দর ও মধুর মনে করি৤ বাঙালি আবেগপ্রবণ জাতি, বাংলাভাষা তার ভাবপ্রকাশের উপযুক্ত ভাষা৤"




'প্রগতি প্রকাশন' মস্কো-এর বাংলা বিভাগের প্রধান রাইসা ভালুয়েভা বলেছেন(১৯৭৫)__ "আমার ধারণা যে বাংলাভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুরেলা ভাষাগুলোর মধ্যে অন্যতম৤"



       বাংলাভাষার জাপানি শিক্ষক কিওকা নিয়োয়া বিশ্ববঙ্গ সম্মেলন উপলক্ষে বাংলা আকাদেমি সভাগৃহে(৩০-১২-১৯৯৯) বলেছেন__'একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি হিন্দি এবং বাংলা পড়াই৤... রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে ব্যতিক্রম নন'(অর্থাৎ এমন কবি সাহিত্যিক বাংলায় আরও আছেন)৤ 



       "আমি বাংলাভাষার প্রেমে পড়েছি৤ ভাষাটি কী সুন্দর কী মিষ্টি৤... বাংলা ভাষার সুর, উচ্চারণ, ছন্দ, তাল আমার কাছে খাঁটি মজা, ফুর্তি, আনন্দ"__ হানা টম্পসন৤[ইংরেজ মহিলা লেখক] 



       চারুচন্দ্র ত্রিপাঠি (হিন্দি বিশ্বকোষের সঙ্গে জড়িত ছিলেন৤ বাংলা বিশ্বকোষ তৈরির সেমিনারে[৩১-১০-১৯৮৭] হিন্দিতে ভাষণ দেন৤ হিন্দিভাষী কিন্তু বাংলা বোঝেন), বলেন__ "এই দেশের সমৃদ্ধতম ভাষা বাংলা৤" 



       রবীন্দ্রনাথের অনুবাদক চিনা অধ্যাপক দং ইউ চেন জানিয়েছেন “বাংলাভাষাকে আমার গান মনে হয়৤ আর, গানে ডুবে গেলে ভেসে ওঠার উপায় নেই৤ গানের টান খুব গভীর৤”



              সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, “বাঙ্গলাকে নিসংকোচে একটি অতি সুন্দর ও শক্তিশালী ভাষা বলা যায়৤ ভারতীয় বা বিদেশীয় অন্য কোনও ভাষাকে উপেক্ষা করিয়া বা তাহার অমর্য্যাদা করিয়া বলিতেছি না৤ বাঙ্গলার শক্তি ও সৌন্দর্য্যের বিচার করিয়া একজন ইংরেজ বলিয়াছিলেন, ইতালীয় ভাষার মাধুর্য আর গ্রীক ভাষার শব্দ-গঠন-শক্তি, এ-দুই-ই বাংলা ভাষায় বিদ্যমান৤ আধুনিক সাহিত্যের কথা ধরিলে, বাঙ্গলার বিশেষ মহত্ত্ব স্বীকার করিতে হয়৤ বাঙলা ভাষার অনুরাগী আর একজন ইংরেজ বলিয়াছিলেন, সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যে সাহিত্য-গৌরবে দুইটি প্রথম শ্রেণীর ভাষা আছে__ একটি ইংরেজি, অন্যটি বাংলা৤ বাঙ্গলা সাহিত্য, প্রত্যক্ষভাবে বাঙ্গালীর এবং পরোক্ষভাবে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষের মনকে আধুনিক জগতের চিন্তাধারার উপযোগী করিতে সাহায্য করিয়াছে৤”  
             


      বাংলা ভাষার উন্নয়নে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় যে কতটা আবেগপূর্ণ ছিলেন তা পড়লে অবাক হয়ে যেতে হয়৤ এব্যাপারে তিনি যে দুর্মর আশা প্রকাশ করেছিলেন তা শ্রদ্ধায় স্মরণ করা যাক৤ তিনি বলেছেন__"যদি এমনভাবে বঙ্গভাষার সম্পদ বৃদ্ধি করা যায় যে, সম্পূর্ণরূপে মানুষ হইতে হইলে অপরাপর ভাষার ন্যায় বঙ্গভাষাও শিখিতে হয়, এবং না শিখিলে অনেক অবশ্যজ্ঞাতব্য বিষয় চিরকালের মত অজ্ঞাত থাকিয়া যায় ও অন্য শত ভাষা শিক্ষা করিয়াও পুরা মানুষ হওয়া না যায়, তবেই বঙ্গভাষা জগতে চিরস্থায়িনী হইবে; বাঙ্গলার ভাষা জগতের অন্যান্য প্রধানতম ভাষার শ্রেণীতে সমুন্নীত হইবে৤ অন্যথা বঙ্গের তথা বঙ্গভাষার গৌরব বাড়িল কৈ? বঙ্গসাহিত্য বলিলেই যাহাতে একটা বিরাট সাহিত্য বুঝায়, বিশ্বের অন্যতম প্রধান সাহিত্য বুঝায়, এমনভাবে বঙ্গসাহিত্যের গঠন করিতে হইবে৤"(রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাবার আগে লেখা)৤



       বাংলাভাষার দেহে আছে হাতির অসীম বল, কারণ পৃথিবীর শ্রেষ্ঠভাষা সংস্কৃত থেকে সে তার বর্ণমালা গ্রহণ করেছে, আর সেখান থেকেই পেয়েছে শব্দ গঠন ও প্রকাশভঙ্গীর অতুল ঐশ্বর্য৤ ইংরেজি ভাষার সংস্পর্শে এসেও বাংলাভাষার বৈভব অনেক বেড়েছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ হয়েছে ইংরেজদের হাতে


মুদ্রণ-ব্যবস্থার মাধ্যমে হয়েছে তার বিরাট কারিগরি(technical) অগ্রগতি৤ সাম্প্রতিক বাংলা কম্পিউটার সফ়্টওয়্যার তৈরির মাধ্যমে সে পেয়েছে পথ চলার অতি আধুনিক-যুগের উপযোগী দুর্বার ইন্ধন৤ এবার যদি বাংলা ভাষার বানান ও লিখন-পদ্ধতি সংস্কার করে তাকে চিতা বাঘের চিকন(sleek) গতি দেওয়া যায়, তবে বাংলাভাষা তার অবস্থান সবার শীর্ষে যথাযথ স্থানে ধরে রাখতে পারবে৤ বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাক’টির একটি, ব্যাপক চর্চার মাধ্যমে যদি তার বিপুল শব্দভাণ্ডার আরও আরও সমৃদ্ধ হয়, তবে তা তাকে নিঃসন্দেহে যোগাবে আরও অনেক শক্তি৤ 


 



অহনলিপি-বাংলা১৪  ফন্ট  AhanLipi-Bangla14 font ডাউনলোড করে 
নিজেকে আধুনিক করে তুলুন৤ 

অহনলিপি-বাংলা১৪ ফন্ট হল-- 
(১)সেকেন্ড জেনারেশন ফন্ট
(২)স্মার্ট ফন্ট
(৩)বর্ণসমবায় ফন্ট
(৪)আলটিমেন্ট ফন্ট
এবং
(৫)বাংলা ফন্ট টেকনোলজির ফলিত প্রয়োগ৤
 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন